শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় দায়ের করা বিস্ফোরক ও হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর মডেল থানার পুলিশ এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করে।
নজরুল ইসলামের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।